ওমর ফারুক স্যার
রাকিব হাসান ফেরদৌস
সব সময় হাসিমুখে, নেই কোনো আক্রোশ
সহজ-সরল মনের একজন বিনয়ী মানুষ।
পুরো রানীশংকৈলেই একজন জনপ্রিয় আইসিটি টিচার,
নাম তার মোহাম্মদ ওমর ফারুক স্যার।
কর্মজীবনে তিনি পদমপুর বিএম কলেজের প্রভাষক,
এডুকেশন কেয়ার এবং পৃথিবী কোচিং এর পরিচালক।
পাশাপাশি রানীশংকৈল উপজেলার টিচার্স ট্রেনার,
আইসিটি শিক্ষক, ওমর ফারুক স্যার।
দল মত নির্বিশেষে সকলের কাছে সমান পরিচিত,
রানীশংকৈলে আজ তিনি শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত।
দেখি নি করিতে কখনো তার গুনের বড়াই,
সুন্দর মনের অধিকারী,কোনো সন্দেহ নাই।
রাফি ও ফারিয়া নামের দুই সন্তানের তিনি জনক,
রানীশংকৈল ভরনিয়ার একজন স্থানীয় লোক।
তুলনা হয় না যে মেধা এবং তার সততার,
সবার প্রিয়,ওমর ফারুক স্যার।
বরাবরই চাইবে সমাজ এমন একজন ব্যাক্তি,
ন্যায়-নীতি আর সৎ পথেই থাকবে যার ভক্তি।
জীবন বদলে যায় গল্প শুনে,তার জীবন এবং অভিজ্ঞতার
সর্বোপরি ভালো থাকুক, ওমর ফারুক স্যার।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্যে
★ কবিতার শিরোনাম স্মৃতির ডায়েরি কলমে মারুফা পারভীন
★ কবিতার শিরোনাম কদম ফুল কলমে কবি জামাল
★ কবিতার শিরোনাম ইহকাল পরকাল, কলমে আল মামুন ইসলাম
আরো পড়ুন এবং লেখুনঃ- INLISO
আমি অনেক কবিতা উপন্যাস পরেছি অনেক বই পরেছি এই কবিতাটার মাঝে একটা মধু মাধুর্য আছে যা আমার খুব ভালো লেগেছে রাকিব হাসান ফেরদৌস ভাই এর পরের সকল কবিতা আমি চাই অনেক ভালো লেগেছে ধন্যবাদ চিরকুট সাহিত্য কে নতুন প্রতিভাবানদের সুযোগ করে দেওয়ার জন্য।