কনে দেখা
দীন মুহাম্মদ
শোনোরে ঘটক ভাই
তোমার কি রুচি নাই?
ঠোঁট দুটো বেশি মোটা
আঙুলও মোটা মোটা
ভুরুতে পশম কম
দাতগুলো সাদা কম
এ মেয়ে চলবে না ভাই
চলো অন্য মেয়ে দেখতে যাই।
অন্য মেয়ে দেখে বলে
এখানে কি বিয়ে চলে?
ফরসা যায় না বলা
ভালো নয় হাঁটাচলা
চোখ টানাটানা নয়
হাসিটা মিষ্টি নয়
এ মেয়ে চলবে না ভাই
চলো অন্য মেয়ে দেখতে যাই।
অন্য মেয়ে দেখে বলে
এখানে কি বিয়ে চলে ?
এ মেয়ের চুলগুলো লাল
অনেকটা চওড়া কপাল
মাথায় চুল কম
গায়েতে গোস্তো কম
কেমন ঘটক তুমি ভাই?
নিখুঁত মেয়ে কি খোঁজে নাই?
ঘটকের খোঁজে এক সুন্দরী ছিল
পাত্র তারে দেখে সম্মতি দিল।
পাত্রী বলে কেঁদে কেঁদে
আমার হাত-পা বেঁধে
চাইলে নদীতে ফেলে দাও
নয়তো মা বিয়েটা ঠেকাও
পাঁচফুট দেহ তার,টেরা দুটি চোখ
তুমি কি চাও মা বলো, এই বিয়ে হোক?
ঘটকেরে পাত্র বলে
চলো বাড়ি যাই চলে
এমন বেহায়া মেয়ে ভাই
আগে কোনোদিন দেখি নাই।
ঘটক রেগে বলে
সেদিন গিয়েছে চলে
আপনার ঘরে কি আয়না নাই?
নিজেরে কখনও দেখেন নাই?