কন্যা শিশু দিবস
কলমে এস এম নওশের
ঘটা করে করো তোমরা
কন্যাশি্শু দিবস পালন
রুখে কি দিতে পেরেছ
নির্বিচারে নারী ধর্ষন।
একদল চায় স্বাধীনতা পোষাকের
হতে চায় অর্ধ উলংগ
আরেক দল চায় নারীকে পুর্ন অবগুন্ঠনে
নইলে নাকি ইমান ভংগ।
আজো নিশ্চিত হয়নি নারীদের
কর্ম ক্ষেত্রে নিরাপদ পরিবেশ
নিগৃহীত নারীরা নিভৃতে গুমরে কাদে
কেউ বা নীরবেই জীবন করে নিঃশেষ।
ধর্ষনের প্রতিবাদে শহীদ মিনারে করে
হাজার মোমবাতির প্রজ্বালন
ধর্ষক নামের অমানুষ গুলো করে
পাশবিক আস্ফোলন।
নারীই হয় জায়া জননী
এগিয়ে নিয়ে যায় সৃস্টি ধারা
তাদের অনাদরে সংসার
বড়োই সৃস্টি ছাড়া।
কন্যা শিশু নয় বোঝা
দাও আদর সমভাবে
সুযোগ দিলে জীবনে তারাও
কিছু করে দেখিয়ে দেবে।