অমানিশার প্রহরী কলমে মদিনা তাবাসসুম
অমানিশার প্রহরী মদিনা তাবাসসুম অমানিশা আসে যদি জ্যোৎস্নার শেষে, পথ হারা যদি হও আধারের দেশে, প্রয়োজনে আমি হব জোনাকির আলো, মিটিমিটি জ্বলে দেবো দূর করে কালো। তবু যদি চলে যাও এ হৃদয় ছেড়ে, ভাষা হীন চলে যাও শুধু মাথা নেড়ে, আঁধারে আমায় রেখে একা করে দিয়ে, চলে যাও যদি তুমি অভিমান নিয়ে। ডুবে যেতে চাও […]