নিজেকেই ভালোবাসি আজ
নিজেকেই ভালোবাসি আজ মিফরাত ফাবিহা নিজেকেই ভালোবাসি আজ, তাই তো নেই কোনো খোঁজার সাজ। নেই কারো মান-অভিমান, নেই মনের কষ্টের নির্ভর প্রাণ। নিজেকে রাখি আগে স্থান, নিজেই হাসি, করি সম্মান। দুঃখে নিজেই বুকে রাখি, নিজের ব্যথা নিজেই চাকি। রাতের নিঝুম নীল আকাশে, তারা গুনি চুপচাপ ভাসে। নিজের সাথে কথা কই, একা থেকেও কেমন সুখ পাই! […]