কবিতার চোখে জল
মারজিয়া শাহানাজ জেসি
মস্তিষ্কের ছোট কুঠুরিতে
কবিতারা গান করে সারাদিন
ইন্দ্রিয়বিলাসে জমে থাকা আবেগগুলো
তুমি নামক অপেক্ষায় অধীর।
স্নিগ্ধ ভোরের আলোর শেষে
মন পুড়ে তীব্র রুদ্রদাহে
ক্লান্তিরা সব ভিড় জামায়
বিষাদী বাতাসের তীব্র প্রদাহে।
শত শতাব্দীর আলোর ভিড়ে
নিঃসঙ্গ আমি এক নির্বাক আকাশ
প্রাণপণে সাজাই পুষ্প তব
বয়ে নিয়ে সব রুদ্ধশ্বাস।