কুদৃষ্টি
চন্দনা রাণী
আকাশে জমেছে মেঘ
নামবে বুঝি বৃষ্টি
আষাঢ় শ্রাবণেও নাইরে জল
একি অনাসৃষ্টি।
চৈত্রের মতো প্রচন্ড রোদে
ফেটে গেছে ফসলের মাঠ
বর্ষার প্লাবনে আগে
ভরে যেত মাঠঘাট।
বর্ষাকে মনে হয়না বর্ষা
মনে হয় গ্রীষ্মকাল
প্রচন্ড রোদ আর গরমে
কষ্টে কাটে দিনকাল।
যেথায় থাকতো মাঠ ঘাট ভরা
সেথায় নেইকো পানি
একি বিধাতার লীলাখেলা
অসময়ে খড়া জমি।
সময়ের কাজ হয়না সময়ে
যখন যা লাগে তাই
বতর্মানের পরিস্থিতি
মোটেও ভালো নাই।
প্রভু তুমি হওগো সহায়
তোমার সৃষ্টির প্রতি
আমরা বড়ই ভীষণ পাপি
বাঁচাও তোমার সৃষ্টি।
প্রভু তুমি কৃপা করো
সবি তোমার দান
সৃষ্টি স্থিতি তোমার হাতে
তুমি যে মহান।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য