কবিতা আশার আশ্রয়, কলমে মদিনা তাবাসসুম

কবিতা আশার আশ্রয়, কলমে মদিনা তাবাসসুম

আশার আশ্রয়
মদিনা তাবাসসুম

আল্লাহ তুমি চির মহান
তোমার সৃষ্টি বিশ্ব জাহান।
মালিক তুমি!
ঈমানী জিন্দিগি আর ফিরদাউসের,
আযাব দিওনা তুমি আমায়,আমার গুনাহের।
এই পৃথিবীর পদে পদে জাহিলিয়াত ভরা,
সে সকল পথে আমি যেন না দিই ধরা।
শুনেছি আমি!
কুয়াশার অজুহাত সূর্যের গতিকে থামানোর রাখেনা ক্ষমতা,
তবে আমার ইলম-আমলে কিসের এত বাধা?
জ্ঞানার্জন আর তোমার যিকিরে সদা মশগুল রবো,
কথা দিলাম!
জমাট গাঢ় অন্ধকারের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটা হবো।
তোমার বান্দী আমি
তোমার গোলাম আমি
আশরাফুল মাখলুকাত আমি
তুমি ছাড়া কাউরে করি না ভয়,
জানি আমি!
আমার আশারা আশ্রয়হীন নয়।
দেখবে সারা বিশ্ববাসী, দেখবে হিংসুক সঙ্গী,
আমার আশার আশ্রয় এমন সত্ত্বার কাছে, যিনি অমুখাপেক্ষী।

আরো পড়ুনঃ  যৌতুক কলমে বি এস সাইফুর রহমান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *