কবিতা শরীফ ওসমান বিন হাদী কলমে জান্নাতুল ফেরদাউস

শরীফ ওসমান বিন হাদী
জান্নাতুল ফেরদাউস

“ওসমান” আপনার নাম,
“হাদী” নামে সবাই চেনে!
আমিও “হাদী” নামেই উপস্থাপন করলাম–

আপনি করতে চেয়েছিলেন দেশকে পরিবর্তন,
কিন্তু, ওরা করে দিল আপনাকেই পরিবর্তন।
ভিন্ন দেশের গোলামীতে মাথায় স্থান পায়,
নিজ দেশের পক্ষে দাড়ালে মাথা-ই চলে যায়!

এই বাংলাদেশের জন্য আপনাকে ছিল অনেক প্রয়োজন…
তাতে আর কী,আসমানেই ছিল যে আপনার মোলাকাতের আয়োজন।
আপনি ছিলেন সিংহ পুরুষ, হয়ে রইবেন অমর !
আপনার প্রতিটি কথায় কাঁপতো জালিমের অন্তর !
ওরা বন্ধ করতে পারছিল না আপনার মুখে বুলি,
তাই তো ফ্যাসিস্টরা করল আপনার মাথায় গুলি!

ন্যায়ের কথা বলতে গিয়ে আপনি আজ লাশ,
জীবন দিয়ে দিয়েছেন তবু হননি অন্যের দাস!

উত্তাল রাজপথ,  উত্তেজিত জনতা…
“হাদী” হত্যার বিচার চাই, সবার মুখে একই কথা !

জানেন, জনতা বলছে “আমরা সবাই হাদী হবো”
“হাদি”তো একজনই ছিল, কিভাবে বোঝাবো…?

এই বাংলাদেশ ব্যর্থ!
এই বাংলাদেশ লজ্জিত!
সুরক্ষা দিতে পারল না আপনার মত খাঁটি রত্ন!!

আপনি চলে গিয়েছেন জান্নাতে সবুজ পাখির উদরে!!
স্বার্থপর এই দুনিয়ার মায়া ত্যাগ করে,
কিন্তু থেকে যাবেন কোটি মানুষের অন্তরে।

আরো পড়ুনঃ  শান্তির পতাকা কলমে বখতিয়ার উদ্দিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *