বাবার লেখা চিঠি | বাবার চিঠি কলমে শাহ্ কামাল
বাবার চিঠি — শাহ্ কামাল স্নেহের বাবা সোনা, কেমন আছিস তুই? অনেক বছর হয় দেখিনা তোকে। অবসরের পর মাস কয়েক পাশে ছিলি, চাকুরির কথা বলে আমার শেষ সন্চয়ের টাকাগুলি নিলি। চাকুরি হল কিনা আজো জানা হল না। লোকে বলে তুই নাকি ভাল আছিস। চৌদ্দ বছর কেটে গেল। একটি বারো খোঁজ নিলি না তোর কি মনেপড়ে […]









