আপনি আমার
আমার আপনি মারজিয়া শাহনাজ জেসি আপনি আমার শিয়রে শিয়রে মিশে থাকা এক অস্তিত্বর নাম যার নামে কত শত কাব্য রটে, বেনামি শব্দমালায় পরিপূর্ন খাম। আপনি আমার রক্তকনিয়ায় মিশে থাকা শত ক্ষুদ্র অনু যার নামে সঞ্চারিত হয়, বেঁচে থাকার সব পরমানু। আপনি আমার শিরা উপ শিরার জমাট বাধা অনুচক্রিকা আপনি আমার নিউক্লিয়াসে থাকা গোলাকার কেন্দ্রিকা।









