বাবা কলমে: নারগিস খাতুন
বাবা নারগিস খাতুন ভোরে ওঠেই মাঠে যেতেন বাবা দুপুরের রোদ্রের বাড়ি আসে ঘাম শরীরে নিয়ে। ছোটো আমি বুঝিনা কিছুই কেনো এতো করে পরিশ্রম। বাবা আমার বট বৃক্ষের ছায়া মতো আগলে রেখেছে পতিক্ষণে। বাবার চোখে দেখিনি কখনো জল লুকিয়ে কান্না করে ঘরের কোণে। বাবা আমার ভোরের দোয়েল পাখি ভোর হতেই ঘুম ছেড়ে যায় দূর ওই প্রান্তে। […]