কৃতজ্ঞতা নিয়ে কবিতা | কৃতজ্ঞতা কলমে এ.আ.শ্রাবণ
কৃতজ্ঞতা এ.আ.শ্রাবণ ভালোবাসা, প্রেম, বিশ্বাস সবই ছিল আমাদের মাঝে, কমতি ছিল কেবল দৃঢ়ভাবে হাত ধরে রাখার শক্তির। তাই তো হালকা ঝোড়ো হাওয়ায় ভাঙলো সম্পর্ক, ভিন্ন হলো উভয়ের চলার পথ, দূরত্ব বেড়েছে দুটি শরীরের, হয়তো মনেরও। তবে তাতে কোনো অভিযোগ নেই আমার, নেই কিঞ্চিৎ পরিমাণ অভিমান, অনুপস্থিত রাগ বা ক্ষোভের ছিটেফোঁটাও। যতটুকু সঙ্গ পেয়েছি তাও বা […]