বিষন্ন স্মৃতি
বিষন্ন স্মৃতি রোকসানা ইসলাম বুকের ভেতর নাগাসাকি পারমাণবিক বোমায় ক্ষত বিক্ষত পোড়া কলিজার গন্ধে বাতাস ভারী পরিচিত অনুভূতি গুলো কেবল বিষন্ন স্মৃতি। ছন্দে ,গন্ধে এমনকি স্পর্শেও নেই তবুও রয়ে গেছে কেউ কেউ অসমাপ্ত গল্পে অক্ষরবৃত্ত ছন্দের প্রিয় কবিতা জুড়ে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের বিষন্ন স্মৃতিতে।