কবিতা অন্তঃকেশ! কলমে শামীম
অন্তঃকেশ! ~ শা মী ম তোমাকে একদিন বলেছিলাম—এসো, তোমার খোঁপায় বেঁধে দিই আমার সমস্ত ভালোবাসা; তুমি হাসতে হাসতে বলেছিলে— ভালোবাসা কি তবে চুলের বেণিতে বাসা বাঁধে? সেদিন সন্ধ্যার আলোয় তোমার বেণি গাঁথার ফাঁকে ফাঁকে আমি রেখে এসেছিলাম পৃথিবীর যত প্রেম, হয়তো তোমার চোখ টেরও পায়নি। হাওয়ায় তোমার চুল উড়লে আমার রেখে যাওয়া কথাগুলোও উড়ে যায়— […]









