ফাগুনের প্রেম কলমে রাফিয়া ইসলাম চাঁদনী
ফাগুনের প্রেম রাফিয়া ইসলাম চাঁদনী প্রেম তুমি নীরব কেন?? ফাগুন এসেছে ধরায়।। আঁচল পাতিয়া নিবেনা তুমি বকুল কুঁড়ায়?? দক্ষিণ দুয়ার গেছে খুলে,, ফাগুন এসেছে বলে!! প্রেম তুমি আর নীরব থেকো না বসন্ত মাখো অঙ্গে।। ফুটেছে কি ভালোবাসার ফুল?? প্রেমের সমীরে তোমার হয়েছে কি অধীর আকুল?? এখনো চোখ মেলে দেখোনি?? প্রেম,,এমন উন্মাদ তুমি!! কোথায় তোমার নব […]