মৃত্যুর ডাক
মৃত্যুর ডাক রাহমা জাকিয়া মৃত্যু আমার দুয়ারে এসে নাড়িয়ে গেলো কড়া ; কতো হিসেব বাকি জীবনের হবেনা তা আর পড়া…। দেখা হবেনা সকালের কিরণ দেখবনা আর সূর্যডুবি ; জীবনের প্রদীপ নিভে গেলে হবো দেয়ালে টাঙানো ছবি..। শুনবনা আর পাখির কুজন গাইবনা আর ভোরের গান ; আজরাইল এসে নিয়ে যাবে আমার ছোট্ট এই প্রাণ…। এদিক ওদিক […]