তেইক্কা চোরা খাল কলমে মুহাম্মদ জয়নুল আবেদীন
খালের কিনারে ক্ষুদ্র কুটিরে কবির জন্ম।প্রায় বিলুপ্ত সেই মরা খালকে জীবন্ত করতে নাকি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউপি চেয়ারম্যানসহ পরিদর্শনে গেছেন। আজকের ছড়াটি খালটির স্মৃতি রোমন্থন করেছেন কবি…….। তেইক্কা চোরা খাল মুহাম্মদ জয়নুল আবেদীন টুপিপরা নৌকার মাঝি পেছন ফিরে দেখে, খালকিনারের চাটি-পাতায় টুপি গেছে আটকে। আটকাপড়া মাঝির টুপি উদ্ধার করলো জাল, তখন থেকে নাম ছড়াল […]