শরৎ আকাশে কলমে বখতিয়ার উদ্দিন
শরৎ আকাশে বখতিয়ার উদ্দিন সাদা মেঘ আর ফুল শরৎ আকাশে, কি উত্তাপ্ত রোদ দেখ তবু মেঘ ভাসে। কাঁশফুলে ভরে উঠে নদীর দু কূলে খেঁক শিয়ালের বিয়ে রোদ বৃষ্টি হলে। ঝিরি ঝিরি বায়ু বয় নদীর দু তীরে, মেঘে রোদ আড়ালেতে শীত শীত করে। ভোর আর সাঁঝ বেলা হালকা কুয়াশা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে শরতের পাশা। রোদ […]