লাঞ্চিত জনতার কথা কলমে আফরোজা আফরিন
লাঞ্চিত জনতার কথা আফরোজা আফরিন দিন-রাত এক করে গড়ে তুললাম তোদের মাথার ছাদ, ইট বালি সিমেন্ট টেনে তোদের জন্য ক্ষত করলাম কাঁধ,। সহে গেলাম শত লাঞ্চচনা তবু তুদের মতো দানবদের হাত থেকে এক মুঠো তৃপ্তির অন্ন মোদের জন্য জুটলোনা। কুলি হয়ে বয়ে বেড়ায় আজও তুদের ভারি ভারি জিনিসের বস্তা মোরা, শ্রমের বিনিময়ে মূল্য তো পাই-ই […]