কাল রাত কলমে জান্নাত স্মৃতি
মর্মে মর্মে যখন ব্যাথা আসে। গোধূলি যখন তার লগ্ন চুকিয়ে দেয়।সন্ধ্যা যখন অন্ধকারে আচ্ছন্ন প্রায়……. ঠিক তখন। কাল রাত জান্নাত স্মৃতি সে এক অদ্ভুত রাত্র। হঠাৎ থমকে গেলো সব মাত্র। আশে পাশে নেই কোলাহল,নেই কোন গুঞ্জন,কলরব নিশীথ যেন অদ্ভুদ মায়া জাল। হঠাৎ জানালার পাশে চোখ মেলিলো আগন্তুক, “শুধালো মোরে ” আমায় কি করিতে পারো […]