কবিতার শিরোনাম কুদৃষ্টি কলমে চন্দনা রাণী
কুদৃষ্টি চন্দনা রাণী আকাশে জমেছে মেঘ নামবে বুঝি বৃষ্টি আষাঢ় শ্রাবণেও নাইরে জল একি অনাসৃষ্টি। চৈত্রের মতো প্রচন্ড রোদে ফেটে গেছে ফসলের মাঠ বর্ষার প্লাবনে আগে ভরে যেত মাঠঘাট। বর্ষাকে মনে হয়না বর্ষা মনে হয় গ্রীষ্মকাল প্রচন্ড রোদ আর গরমে কষ্টে কাটে দিনকাল। যেথায় থাকতো মাঠ ঘাট ভরা সেথায় নেইকো পানি একি বিধাতার […]