কবি আলমগীর সরকার লিটন’র পরিচয়

কবি আলমগীর সরকার লিটন’র পরিচয়

কবি আলমগীর সরকার লিটন । জন্মস্থানঃ বাড়ই পাড়া (সরকার বাড়ি),সারিয়াকান্দি,বগুড়া। জাতীয়তাঃ বাংলাদেশী । বর্তমান বাসস্থানঃ শ্যামলী, ঢাকা-২০১৭।শিক্ষাগত যোগ্যতাঃ বিএ (পাশ)। পেশাঃ চাকুরী ।

কবির প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর কবির অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা “মেঘফুল”, ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’ জলছবি বাতায়ন এবং অন্যধারা সাহিত্য এর প্রকাশনার যৌথকাব্যগ্রস্থ এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন।

কবির সর্বপ্রথম একক ভাবে কাব্যগ্রস্থ প্রকাশ২০১৬ ‘‘ মেঠোপথের ধূলকিণা’’

আরো পড়ুনঃ  বরকতময় রজনী নিয়ে কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *