কবি তানভীর আজীমি’র সংক্ষিপ্ত পরিচয়
কাব্যিক ছদ্মনাম “তানভীর আজীমি” আসল নাম মোহাম্মাদ রাজ্জাক শেখ, পিতা মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলাম। মুন্সীগঞ্জ জেলার ভট্টাচার্য্যেরবাগ গ্রামে ১৯৬৯ সালে ২ ফেব্রুয়ারি কবির জন্ম। খড়ের ছাউনি ঘর থেকে জীবন সংগ্রাম শুরু করে জীবনের বিভিন্ন অবস্থায় বিভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা নিয়ে হাঁটি হাঁটি পা’পা করে এই পর্যন্ত আসা। জীবনের দুঃখ সুখ ভালোবাসা ঘৃণা পাওয়া না পাওয়ার একান্ত অনুভবে নিজেকে নির্বিশেষে বিলিয়ে দিয়ে অবশেষে প্রবাস যাপন করছেন তিনি ।তিনি এখন গ্রিসের রাজধানী এথেন্স এ স্থায়ী বসবাস করছেন। এ পর্যন্ত কবির চারটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। মহান একুশে বইমেলা ২০১৬ এ প্রথম কাব্যগ্রন্থ “নবম প্রহর”। বইমেলা ২০১৭ এ দ্বিতীয় কাব্যগ্রন্থ “ঝরা পাতার গল্প”। মহান বইমেলা ২০১৮ এ তৃতীয় কাব্যগ্রন্থ “হৃদয় সীমান্তে” ও একুশে বই মেলা ২০১৯ এ চতুর্থ কাব্যগ্রন্থ “নিঃসঙ্গতার অলিন্দে” প্রকাশিত হয়েছে।