কবি দেলোয়ার হোছাইনের সেরা ২টি কবিতা

কবি পরিচিতি: দেলোয়ার হোছাইন । পিতা : মরহুম ফয়েজ আহমদ মাতা:মরহুমা লাইলা বেগম গ্ৰাম : আমিরাবাদ , পোস্ট -মাষ্টার হাট, উপজেলা: লোহাগাড়া জেলা: চট্টগ্রাম । জন্ম : ১৯৮২ সালের ১১ই ফেব্রুয়ারি । শিক্ষা : অর্থনীতিতে সম্মান ও মাষ্টার্স ডিগ্ৰী ।
২০১১ সাল থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাথে যুক্ত । তিনি ঢাকা সাহিত্য পরিষদ ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের একজন আজীবন সদস্য এবং কবি ‘সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার- ২০২৩ অর্জন করেন। ব্যাংকিং কর্মজীবনের পাশাপাশি বই পড়া এবং লেখালেখি তার দারুন পছন্দ। প্রথম একক কাব্যগ্রন্থ ‘ আমার অনুভূতি ‘ । প্রকাশিত হয় অমর একুশে বইমেলা ২০২১ ।
একাধিক যৌথ বইয়ে তার লেখা কবিতা রয়েছে।
উল্লেখযোগ্য যৌথকাব্যগ্ৰন্থের মধ্যে রয়েছে –
(১)দ্রোহের কবি প্রেমের কবি প্রাণের কবি নজরুল
(২) শতকাব্য-১
(৩)দূরত্বের দেয়াল ‌
(৪)বাউলা ( প্রথম গীতিকবিতার যৌথবই )
(৫) একুশ আমার অহংকার

 

নজরুল চেতনায়
দেলোয়ার হোছাইন

বহুমুখী প্রতিভার অধিকারী নজরুল ,
মাথায় যে ছিল তাঁর ঝাঁকড়া চুল !

অন্যায়ের কাছে করেনি আপোষ ,
নাম শুনে ব্রিটিশের ছিল না হুশ !

তীব্র প্রতিবাদ ছিল তাঁর ভাষায় ,
কারাগার ও পারেনি তাকে থামায় !

বাঙালির মনে তিনি অমর -অক্ষয় ,
স্বাধীনতা অর্জনে অকুতোভয় ।

কবি হিসেবে চাননি অমরত্ব ,
মনুষ্যত্ব ছিল তাঁর বিশেষত্ব !

এপার বাংলা ওপার বাংলা
সর্বত্র নজরুল চেতনা ,
তাঁর আদর্শ – দর্শন হয়ে থাকবে ,
মোদের পথ ও প্রেরণা ।

তরুণ
দেলোয়ার হোছাইন

তরুণ মানে শক্তি ,
তরুণ মানেই চেতনা ।
তরুণ মানে নতুন কিছু
করে দেখার উদ্দীপনা ।

তরুণের মাঝে থাকবেনা কোন হতাশা,থাকবে সদা জীজ্ঞাসা।
তরুণ মানে বদলে দেয়া নতুন পৃথিবী ,তরুণ মানেই মেধা শ্রমের নিখুঁত বিস্তৃতি ।

যদি জাগে তরুণ প্রজন্মের বিবেকবোধ , বিকশিত হবে তবে মানবিক মুল্যবোধ ‌।
গড়ে উঠবে আগামীর পথ চলা -সুন্দর জীবন , আলোকিত হবে ভুবন ।

আরো পড়ুনঃ  দৃশ্যমান স্রষ্টা আমার

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *