কবি নয় আমি কলমে আয়েশা সিদ্দিকা

কবি নয় আমি
আয়েশা সিদ্দিকা

কবি নয় আমি,
তবু্ও কবিতা লিখি।
নিজের দেখা জিনিস গুলোকে,
কবিতায় প্রকাশ করি।
নিজের ভালোলাগা গুলোকে,
কবিতায় প্রাধান্য দিয়ে থাকি।
নিজের চোখের লাল চশমাটা,
কবিতায় পরিয়ে রাখি।
সত্যি কবি নয় আমি,
তবুও কবিতা লিখি।
বাবার ভালোবাসা গুলোকে,
কবিতায় তুলে ধরি।
মায়ের চিন্তা গুলোকে,
কবিতায় বুঝতে পারি।
বোনদের হাজার অভিযোগ গুলোকে,
কবিতায় ভাসিয়ে দি।
ভাইয়ে দের আবদার গুলোকে,
কবিতায় পূরণ করি।
নিজেকে বোঝাতে আমি,
কবিতায় ভালোবাসি।
সত্যি কবি নয় আমি,
তবুও কবিতা লিখি।
নিজের বন্ধুদের আমি,
কবিতায় হাসাতে পারি।
প্রতিটা মানুষকে আমি,
কবিতায় ভালোবাসি।
নিজের অজানা গুলোকে আমি,
কবিতায় জানতে পারি।
তাইতো আমি কবিতা লিখি।
সত্যি কবি নয় আমি,
তবুও কবিতা লিখি।

 

কবি পরিচিতিঃ-  লেখিকা আয়েশা সিদ্দিকা।  চট্টগ্রাম জেলার, বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামে ২৯ এপ্রিল ২০০১ সালে জন্মগ্রহণ করেন। বড়ো হওয়া নানুর বাড়িতে পটিয়া উপজেলা, নলান্ধা গ্রামে পিতাঃআবদুল হালিম এবং মাতাঃ জান্নাতুল ফেরদৌস৷ বর্তমানে তিনি খলিল মীর কলেজে বি এস এস (ডিগ্রি) অধ্যায়নরত৷ তিনি ছাত্র জীবন থেকেই সাহিত্য কে ভালোবাসেন এবং লেখালেখি করেন৷ ভবিষ্যতে তিনি সাহিত্য কে তার জীবনে ধারণ করতে চান৷ কবি সকলেই কাছে দোয়া প্রাথী

 

আরো পড়ুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য

আরো পড়ুনঃ  অনুরাগে তুমি কলমে মারুফা পারভীন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *