কবি বখতিয়ার উদ্দিন ‘র “স্বপ্ন স্মৃতি ” কাব্যগ্রন্থের সংক্ষিপ্ত গ্রন্থ আলোচনা
কবি বখতিয়ার উদ্দিন’র “স্বপ্ন স্মৃতি ” কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ২০২২ সালের জুলাই মাসে।এতে রয়েছে ৫৩ টি কবিতা। সব কবিতা অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কিছু সনেটও রয়েছে।
সব কবিতা মানুষের বাস্তব জীবনের স্বপ্ন আর কল্পনা নিয়ে রচিত। মানুষ বাস্তব জীবনে কত স্বপ্ন দেখে। স্বপ্নগুলো পূরণ হোক বা না হোক তা স্মৃতি হয়ে মনে থেকে যায়। মানুষ স্মৃতিগুলো উপভোগ করে স্বপ্নের জীবন পাড়ি দেয়। যারা জীবনকে উপভোগ করতে জানে তারা শত কষ্টের মাঝেও স্বপ্ন আর স্মৃতি বুকে ধারণ করে শত সুখ খোঁজে নিতে পারে। মানুষের স্বপ্ন আর স্মৃতি নিয়ে অবচেতন মনের নানান কথা দিয়ে কবিতাগুলো সাজিয়েছেন কবি।তাঁর প্রতিটি কবিতা অক্ষরবৃত্তের পয়ারের ছাদ আট ছয় মাত্রা দিয়ে গঠিত। প্রতিটি কবিতায় রয়েছে অসাধারণ শব্দের নির্মাণ কৌশল। কবিতাগুলো পড়ে স্বপ্ন দেখা যায়,নানা বিষয়ে কল্পনা করা যায় । জীবনের অভিজ্ঞতা বুঝা যায়।
বইটি প্রকাশ করেন” প্রিয় বাংলা প্রকাশন”।এইছাড়া কাব্য গ্রন্থখানি জনপ্রিয় বইটই এ্যাপ এর ই – বুক আকারে পাওয়া যায়। রকমারি.কমে বইটি পাওয়া যাচ্ছে।