কবি শিল্পী বোরহান উদ্দীন এর পরিচিতি ও একটি কবিতা
কবি-পরিচিতি: শিল্পী বোরহান উদ্দীন ২৭শে জুন ২০০০সালে যশোরের কেশবপুরের ভান্ডারখোলা গ্রামে এক গরীব কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতার নাম মোঃ হযরত আলী শেখ, মাতা নুরুন্নাহার বেগম। তিনি সেরা কবি পুরস্কার, বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কার, কবি নজরুল সাহিত্য পদক লাভ করেছেন। এবং বারবার সম্মাননা সনদ প্রাপ্ত। যৌথ কাব্যগ্রন্থ: রঙিন ঘুড়ি, একটা নির্জন দুপুর চাই,, অমর একুশে গ্রন্থমেলা মেলা ২০২৩
হায়রে দুঃখের জীবন
শিল্পী বোরহান উদ্দীন
হায়রে দুঃখের জীবন এসে ছিলাম এই ভুবনের মাঝে।
কেঁদে ছিলাম বারে বার এ কেমন জীবন,
চোখের অশ্রু ঝরে ছিল রুটির উপর,
কিছু টাকার জন্য রুটির দোকানে করিলাম কাজ
লেখাপড়া করায় টাকার জন্য-
রাস্তা ফুটপাতে কেটেছে দিন রাত।
কষ্ট নামের নদীর বুঝি কুলকিনারা নাই।
বৃষ্টির ফোটার মতো জীবনের দুঃখ গুলো যদি ঝরে যেতো,
কাঁদিতো না মোর জীবনে মোর এই প্রাণ।
আমি অসহায় এই পৃথিবীর বুকে
কারোর কাছে হোইলো নারে ঠাঁই,
যার কাছে যায় সেই দেই গালি।
দুঃখ আমার বুকের মাঝেতে পুশি
দুঃখে আমার জীবন গাঁথা,
কেউ বোঝেনারে ভাই মনের ব্যাথা।
দু্ঃখে আমার জীবন গাঁথা!
দুঃখ আমার জীবন সাথী।