কবি শেখ মোঃ মাহবুবুর রহমানের সেরা ২টি কবিতা

কবি পরিচিতিঃ শেখ মোঃ মাহবুবুর রহমান। তাঁর জন্ম-স্থান কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলায় মৃগা ইউনিয়নের গজারিয়াকান্দা গ্রামে। বর্তমান ঠিকানা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাড়ুয়া গ্রামে। তিনি বর্তমানে পাড়ুয়া নোয়াগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসায় পড়াশোনা করছেন। “সাদা পাথর” কবিতার জন্য তাকে রূপকথা সাহিত্য সংসদ কতৃক কাজী নজরুল ইসলাম সাহিত্য পুরস্কার – ২০২৩ প্রদান করা হয়।

কবিতার নামঃ সাদা পাথর
কবি শেখ মোঃ মাহবুবুর রহমান

সাদা সাদা এই পাথর হেরিয়া মর
মনেতে উদয় হইতেছে ঐ ভ্রমর,
সাদার রাজ্যে এলাম বুঝি রে মুই
সদায় এ ধামে সর্বদা বসিয়া রই।

বসিয়া এ ধামে চেয়ে থাকি আর ভাবি
করল সৃজন খোদা নভ মাঝে ছবি,
খোদার সৃজন হেরিয়া মুগ্ধ আমি
তার মত নাহি আর মর কেহ স্বামী।

এ সাদা পাথর হেরিতে আসে যে লোক
হেরিয়া পাথর মুচন হয় রে শোক,
উল্লাসে মেতে থাকে সব সখা সখী
বসিয়া এ ধামে তাহাদের মুই দেখি।

হেরিয়া তাদের আমোদ প্রমোদ হাসি
চিত্তের মাঝে সুখের সাগরে ভাসি,
এ সাদা পাথর এ আছে দেখি যে জল
জলেতে সাঁতার কাটে ঐ লোকের দল।

জল ছিটাছিটি করিয়া তাহারা সবি
হর্ষে মাতিয়া থাকে হেরে এই কবি,
এ সাদা পাথর সম্মুখে আছে গিরি
যখনি আমার নেত্র সেথায় ফিরি।

চমকে উঠিয়া চেয়ে রই সেথা মাঝে
এ সাদা পাথর গিরির ললিত সাজে,
আজি হইয়াছে দেরি সখা মর ভারি
যাই তবে আজ আমার আপন বাড়ি।

আবার আসিব ফিরে এ সাদার তীরে
এ সাদা পাথর শান্তির এই নীড়ে,
এই বাংলায় এ সাদা পাথর মাঝে
মুগ্ধ হইব গিরির ললিত সাজে।

কবিতার নাম: অচিনপুর
কবি শেখ মোঃ মাহবুবুর রহমান

আমি পক্ষি হয়ে উড়িয়া যাইতে চায় সুখে
মহা হর্ষে অচিনপুরে উড়িয়া আমি যাব
যেখানে নাহি কেহ থাকিবে বেদনায় ও দুখে
যেখানে সবে সম্প্রীতির গান সকলে গাব
যেখানে নাহি থাকিবে কোনো ধর্ম ভেদাভেদ
থাকিব সবে মিলেমিশে না থাকিবে কোনো ছেদ।

আরো পড়ুনঃ  ইবাদাত নিয়ে কবিতা | ইবাদাত কলমে কানিজ ফাতেমা

এই সমাজে যত রয়েছে গড়া নিয়ম রীতি
অচিনপুরে নাহি রয়েছে গড়া নিয়ম ভার
সেখানে শুধু সুখ রয়েছে দুখ হয়েছে ইতি
যেখানে ভাই সাম্য বাণী রয়েছে শুধু আর
অচিনপুরে নর নারীর সমতা আছে ভাই
চলো না সখা সখী অচিনপুরে সকলে যাই।

এ ক্যান্সার ভরা সমাজ বাতিল করি সবে
চলো সকলে যাত্রা করি মোরা অচিনপুরে
সবে তালাশ করিয়া লই আপন নব ভবে
এমন সুখ কোথাও পাবে না এ দুনিয়া জুড়ে
পাইতে যদি হয় তোমার চলো না দলেদলে
অচিনপুরে চলো সবাই ভায়া আপন বলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *