কর্মে পরিচয় কলমে শিমুল শাহ্

কর্মে পরিচয়
শিমুল শাহ্
_______________________________
কবে,কোথায়,কে জন্মেছে ধনী-গরিবের ঘরে,
কে রাখে রোজ,তাহার খোঁজ,চিন্তা ফিকির করে।

এই শহরের অন্তর জুড়ে,কত্ত মানুষের বস-বাস,
কত্ত মরে কত্ত বাঁচে,কে গোনে কার দীর্ঘ শ্বাস?
স্বার্থ বাদের দুনিয়া মোদের,স্বার্থের প্যাচেই ঘোরে,
বাঁচতে চায়না হায়াতে আর,বাঁচতে চাই মরে।

কর্মে যদি,থাকে জ্যোতি,আঁধার জানি ঘুচবে,
বেলা শেষে এই আবেশে,মানুষ তোমায় খুঁজবে।
জন্মে নয় কর্মে চাই ,উড়তে পেখম মেলে,
স্বর্গে তুমি যাবে ঠিক’ই,ভাসাই দিলেও জলে।
______ বড় খানপুর, চৌগাছা, যশোর।

 

নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  কবির কবিতা কলমে ইশরাক আল ইয়াসিফ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *