কাজী নজরুল ইসলাম সাহিত্য পুরস্কার -২০২৩

কাজী নজরুল ইসলাম সাহিত্য পুরস্কার -২০২৩

রূপকথা সাহিত্য সংসদ কতৃক আয়োজিত প্রতিযোগিতায় প্রায় ১৫০+ লেখা’র মধ্যে বাছাই করে মোট ২০ জন লেখক/লেখিকা’কে কাজী নজরুল ইসলাম সাহিত্য পুরস্কার -২০২৩ এ নিবার্চন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় সারা দেশের লেখক/লেখিকা অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতাটি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ প্লাটফর্ম ফেসবুকের মাধ্যমে ব্যবস্থাপনা করা হয়েছে। রূপকথা সাহিত্য সংসদ এর ১ম এই আয়োজনে স্বীকৃতি সরূপ লেখক লেখিকাদের ঠিকানা ১০/১০/২৩ তারিখ (মঙ্গলবার) এবং ১১/১০/২৩ তারিখ বুধবারে মধ্যে লেখক/লেখিকা’র ঠিকানায় পুরস্কার কুরিয়ার করে পাঠানো হবে।

লেখক তালিকা

অবশেষে দীর্ঘ দিন অপেক্ষা’র পরে নির্বাচিত লেখক তালিকা প্রকাশ করা হলো৷ যাদের লেখা নির্বাচিত হয়নি, তাদের পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুতি’র নেওয়ার জন্য আহ্বান করা হলো এবং যাদের লেখা নির্বাচিত হয়েছে তাদের প্রতি রইলো শুভকামনা ও অভিনন্দন।

 

০১। তুহিন চৌধুরী, সিলেট।
কবিতাঃ হয়তো দেখা হবে আবার

০২। এম এ রাজ্জাক
প্রবন্ধঃ শরতের শুভ্রতায়

০৩। শেখ মোঃ মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ।
কবিতাঃ সাদা পাথর

০৪। দেলোয়ার হোছাইন, চট্টগ্রাম।
কবিতাঃ নজরুল চেতনায়

০৫। নিলুফার জাহান রুবাইয়া, রংপুর।
গল্পঃ দাদুর বঙ্গবন্ধু

০৬। মুহাম্মাদ আবদুল হাই, ঢাকা।
কবিতাঃ নিষ্প্রাণ সূর্য

০৭। ফা‌হিম আহমদ ছা‌মি, সিলেট।
কবিতাঃ আমি বি‌রোধী

০৮। নাজমুল হুদা, ঢাকা।
কবিতাঃ বন্ধু বিদায়

০৯। কারিমা খাঁন দুলারী, খুলনা।
কবিতাঃ নিঃস্ব হওয়া জীবন

১০। এম.কে.হক, ময়মনসিংহ।
কবিতাঃ কল্পতরু

১১। লামিয়া আফরিন, নড়াইল।
কবিতাঃ চিত্রার আঙিনা

১২। মান্নান নূর, কিশোরগঞ্জ।
কবিতাঃ অভয়ারণ্য আর থাকলো না

১৩। সাব্বির আহমেদ, মৌলভীবাজার।
কবিতাঃ আহাকার

১৪। মোঃ রহমান উদ্দিন, চট্রগ্রাম।
গল্পঃ দুই বন্ধু এগিয়ে যাচ্ছি সফলতার পথে

১৫। সাবিহা ইসলাম তন্বী, বরিশাল।
অণুগল্পঃ বাবার সাইকেল

১৬। মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম।
কবিতাঃ বাবা

১৭। এস এম নওশের, ঢাকা।
কবিতাঃ বেঁচে আছি

আরো পড়ুনঃ  মো. হাসিবুর রশীদের সেরা ১টি কবিতা ও ২টি গল্প

১৮। মনজুর ইসলাম, পটুয়াখালী।
কবিতাঃ শিশু ফুল

১৯। মো. হাসিবুর রশীদ, লক্ষ্মীপুর।
কবিতাঃ ফেলে আসা সময়

২০। মোমতাহিনা চৌধুরী, চট্রগ্রাম।
কবিতাঃ মনঃকষ্ট

 

উল্লেখিত তালিকায়, কিছু কিছু লেখকের লেখা সংযুক্ত করা হয়েছে। যাদের লেখা সংযুক্ত করা নেই। তাদের লেখা গুলো খুব শীঘ্রই সংযুক্ত করা হবে।

 

পুরস্কারের নমুনা ছবি

সনদ ও সংগঠনে লোগো সম্বলিত

কাজী নজরুল ইসলাম সাহিত্য পুরস্কার -২০২৩

2 thoughts on “কাজী নজরুল ইসলাম সাহিত্য পুরস্কার -২০২৩”

  1. Pingback: চিত্রার আঙিনা কলমে লামিয়া আফরিন » Chirkute Sahitto

  2. Pingback: কবি লামিয়া আফরিন- এর সেরা ২টি কবিতা » Chirkute Sahitto

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *