কৃতজ্ঞতা
মুহম্মদ এহেদী হাসান
যে আমারে করলো সৃজন
এত সুন্দর করে
লক্ষ-কোটি প্রসংশা আজ
মহান প্রভুর তরে।
যে মানুষদ্বয় এই ধরাতে
মিলেছিলো বলে
আজকের আমি জন্মেছিলাম
চলি সকল দলে।
সেই মানুষদের কৃতজ্ঞতা
জানাই সদা আমি
কারণ আমার বাবা আর মা
সবার চেয়ে দামি
যে নারীটা গর্ভে তাহার
রেখেছিলো মোরে
মায়ের তরে সালাম জানাই
আমি অনেক জোরে।
যে পুরুষ তার যৌবনটাকে
সঁপলো মোদের তরে
বাবার কষ্টে হৃদ মাঝারে
শিলা বৃষ্টি ঝরে।
কৃতজ্ঞতা জানাই আবার
ঐ মানুষদের কাছে
জ্ঞান বিকাশে আমার পিছে
যাদের হস্ত আছে।
সঠিক মানুষ হওয়ার পিছে
ছিলো সদা যারা
উত্তম কিছু আল্লাহর থেকে
পায় যেন সব তারা।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য
★ কবিতার শিরোনাম স্মৃতির ডায়েরি কলমে মারুফা পারভীন