গ্রাম
মমতা আক্তার মম
বরাবরই গ্রাম আমার ভীষণ প্রিয়
গ্রামের মাঠ যাট গাছপালা মিলে মিশে
দেখা যায় প্রকৃতির লীলাখেলা
গ্রাম বলতে এক টুকরো শান্তির নীড়
নিরিবিলি মনোরম পরিবেশ
ভীষণ প্রিয় গ্রাম কে তাই লাগেই বেশ।
গ্রামের আকাশে যখন শরৎ এর মেঘ জমে অথবা হেমন্তের শেষ বিকালের পাখিদের ঘিচিমিচি কিংবা হেমন্তের শেষে শিশির ভেজা ঘাসে পা ডুবিয়ে হাটা
অদ্ভুত এক অনুভুতি
গ্রাম মানেই স্বজনপ্রিতি।
গ্রাম তোমার মাঝে বার বার যেতে চাই
উপভোগ করতে চাই
সিগ্ধ প্রকৃতি তে হারাতে চাই।