গ্রীষ্মকাল নিয়ে কবিতা | গ্রীষ্মকাল কলমে জেরিন আক্তার যুথি

গ্রীষ্মকাল
জেরিন আক্তার যুথি

ঘাম ঝড়াতে এলো গ্রীষ্ম কাল ,
ফুটেছে কৃষ্ণচূড়া আগুন লাল ।

নাচছে প্রকৃতি ফুলের ছন্দে ছন্দে ,
গান গাইছে ভ্রমর কনক চাপার গন্ধে।

চাতক পাখি ডাকে নিঝুম প্রকৃতিতে,
ফলের রাজা কাঁঠাল সে তো গ্রীষ্ম কালেই পাকে।

করঞ্জা, কামিনী, কনকচূড়া,
জারুল, পারুল, স্বর্নচাঁপা
সব ই ফোটে গ্রীষ্ম কালে।
পাখিরা বসে গান করছে কৃষ্ণচূড়ার ডালে।

আম, কাঁঠাল, জাম, কদবেল
গ্রীষ্ম কালেই ফলে

এই ভীষণ গরমেও,
প্রকৃতি উপভোগ না করলে কি চলে?

আরো পড়ুনঃ  জীবন্ত লাশ কলমে মোঃ ইমরান হোসাইন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *