রেমাল
খুরশীদ জাহান রুপা
রেমালে ঝড়লো কত তাজা প্রাণ।
মরলো কত পশু-পাখি।
কান্নায় বুক ভাসালো কত অসহায় মানুষ।
সমুদ্রে রেমাল পড়িলো আছড়িয়া।
তাই দেখিয়া হাসিলো একদল মানুষ নামের অমানুষ।
বাড়ি ঘরে পানি উঠিয়া হইল সবাই গৃহবন্দী।
হতাশ হইয়া যায় তারা ত্রাণের লাগি।
রেমালের ভয়ে কারেন্ট নিল কেড়ে।
সেই সুযোগে একদল অসাধু ব্যবসায়ি,
ফোনে চার্জের নামে ব্যবসা দিল খুলে।