আমির হাসান সাফাতের উল্লেখযোগ্য সাহিত্য কর্মের মধ্যে গল্প “হঠাৎ বৃষ্টি “, কাব্যগ্রন্থ ” কদমমানবী “, প্রবন্ধ ” সাহিত্যের খেলাঘর ” বিশেষভাবে পরিচিত। বর্তমানে তিনি চিকিৎসায় উচ্চতর ডিগ্রির জন্য অধ্যয়নরত এবং সাহিত্য অঙ্গনে লেখক হিসেবে যথেষ্ট সমাদৃত।
সংক্ষিপ্ত পরিচিতি
আমির হাসান সাফাত একাধারে লেখক এবং চিকিৎসক হিসেবে সুপরিচিত। তিনি ১৯৯৬ সালের ০৩ নভেম্বরে জন্মগ্রহন করেন। তার পৈতৃক নিবাস গাজীপুর জেলার জয়দেবপুরে। তার বাবার নাম মোঃ আমিনুল ইসলাম আর মায়ের নাম সেলিনা ইসলাম।
আমির হাসান সাফাতের ছবি
শিক্ষা জীবন
শিক্ষা জীবনের শুরুতে তিনি ঢাকা ক্যান্টনমেন্টের আদর্শ বিদ্যা নিকেতন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন এবং জয়দেবপুরের স্বনামধন্য রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সনে মাধ্যমিক পরীক্ষা পাশ করেন।২০১৫ সনে তিনি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।চিকিৎসক হওয়ার লক্ষ্যে তিনি দেশের স্বনামধন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (২০১৬-২০১৭ সেশন) এ ভর্তি হন এবং এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
কর্ম জীবন
পেশায় চিকিৎসক হওয়ার পাশাপাশি ব্যক্তি জীবনে তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধ, কাব্যগ্রন্থ সহ প্রভৃতি সাহিত্য কর্মের সাথে যুক্ত আছেন।
পুরস্কার ও সম্মাননা
বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে মহাকবি কায়কোবাদ সাহিত্য পুরস্কার ২০২৩, কবি সুকুমার রায় সাহিত্য পুরস্কার ২০২৩ সহ নানা পুরস্কারে ভূষিত হন।
নিয়মিত পড়ুন এবং লেখুন চিরকুটে সাহিত্য প্লাটফর্মে |