চিঠির ঘর
বিভীষণ মিত্র
চিঠির ঘরে আজ মরচে ধরেছে
খোলা হয় না তার তালা,
কেমনে পাঠাই প্রিয় তোমায় চিঠি
যান্ত্রিকতার চাপে জীবন হচ্ছে ঝালাপালা।
প্রেমটাও আজকাল লুকিয়ে হয় না
বেহায়াপনা হয়ে গেছে সবকিছু,
মিথ্যে প্রতারণায় ছুটে পিছুপিছু।
প্রিয়জনে আজ লিখে না চিঠি-
চিঠির ঘর খালি পড়ে রয়,
মরিচা ধরে দিনে দিনে হচ্ছে ক্ষয়।
ডাকপিয়নও আজ ঘুমিয়ে পড়েছে
দরজায় কড়া নাড়ে না তেমন,
হলুদ খামের চিঠিরা রয় ঘরের কোণে
স্মৃতি হয়ে মনের গহীনে যেমন।