চিঠি কলমে মমতা আক্তার মম

চিঠি
কলমেঃ মমতা আক্তার মম

আমার শহরে আজ আর
ডাকবাক্সে চিঠি আসে না
কোনো পিয়ন আর সুসংবাদ নিয়ে এসে প্রেমিকার মুখে হাসি ফোটায় না।
চিঠি যোগাযোগের ঝাড়বাতি
আজ আর জ্বলে না।

যোগাযোগ আজ তার রং পাল্টেছে
চিঠি এখন মুঠোফোনের ন্যায়
ধরা দিয়েছে।

যোগাযোগ তাহার গতি পাল্টেছে
মুহুর্তে সকলকে হাসাচ্ছে
আবার কাদাচ্ছে।
এ শহরে প্রেম সৃষ্টি হচ্ছে
আবার ভাঙ্গছে।

ফেসবুক, মেসেঞ্জার,ইন্সটায়
সবাই আজ ব্যাস্ত
জাজে লাগছে বটে
ইহাতে নিজস্ব হস্ত।

এ শহরের ডাকবাক্স গুলো আজ
ধুলো জমা
ভুলে প্রেমিক এখন আর
প্রেমিকাকে করেনা হ্মমা।

এ শহর আজ বড়ই নিষ্ঠুর
বড়ই পাষাণ
তাইতো দিন দিন কমছে সংখ্যা
পেশা  যাদের কৃষাণ।

চিঠি এখন রংহীন
নব্বই এর দশকের মত সুবাস আর ছড়াই না,
এখন সবাই ফ্যাশান এবোল
তাদের মতে
চিঠি এখন আর মানায় না।
চিঠি কলমে মমতা আক্তার মম

কবি পরিচিতিঃ মমতা আক্তার মম। ২০০১ সালের ৮ জুলাই তিনি যশোর শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা: মো: মহিবুল আক্তার (সরকারি চাকুরী জীবী) ও মাতা : মর্জিনা আক্তার (গৃহীনি)
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং যশোর সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীণ্ হয়। তিনি এখন যশোর সরকারি এম এম কলেজে তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার লেখালেখি মাধ্যমিক এর গনডি পেরোনোর আগে থেকেই শুরু। লিখতে ভালোবাসেন।

আরো পড়ুনঃ  হবু লাশ থেকে লাশ হলাম! কলমে মালুফা ইসলাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *