চিঠি দিলাম
আমিনুল ইসলাম
নিশ্চয় তুমি ভালো আছো?
করছো হাসাহাসি,
নিশি জেগে ভোর বেলাতে
তোমার জন্য আসি।
তোমার আশায় পথটি চেয়ে
আমি আছি বসে,
তুমি বন্ধু আসো না কেন?
কত মানুষ আসে।
নীল খামেতে চিঠি লিখে
দিলাম পাখির কাছে,
বলো পাখি, প্রিয় তারে
অপেক্ষায় যে আছে।
আর কতদিন রবো আমি
তোমার অপেক্ষাতে,
চিঠি লিখে তোমার জন্য
ব্যথা এখন হাতে।
রাগ করো না মান করো না
ওগো প্রাণের প্রিয়,
কষ্ট করে আমার চিঠির
জবাব তুমি দিও।