মুক্তিযুদ্ধ নিয়ে ছোটগল্প অপেক্ষা
মুক্তিযুদ্ধ নিয়ে ছোটগল্প অপেক্ষা কলমে মুহাম্মদ আল ইমরান নদীর এক তীরে ছৈলা বাগানের কিছুটা পরেই স্কুল। অন্য তীরে খেয়া ঘাটে খোকন হাওলাদারের দোকান। সেখানে বসে রেডিওতে খবর শুনছে জহির, সবুজ, রঞ্জন ও সোহেল নামের মধ্য বয়সের কয়েকজন। কিছুক্ষণ পরেই সেই কন্ঠ ভেসে উঠে, যেই কন্ঠ শুনেছিল ৭ই মার্চে। পরের দিন রাস্তা দিয়ে অতি তাড়াতাড়ি ফসলের […]









