ছোট্ট একটি শব্দ “মা”
মো: মেহেদী হাসান মাহিম
‘মা’ ছোট্ট একটি শব্দ। যার বিশালতা বলে কখনোই শেষ করা যাবে না। এই মা মানুষটা না থাকলে আমরা ভূমিষ্ঠ হতে পারতাম না। ছোটো বেলায় মায়ের দুগ্ধ পান করেই আস্তে আস্তে বড় হয়েছি। এই মা মানুষটি আমাদের জীবনের অনেক কাছের একজন মানুষ। মায়ের মমতা, স্নেহ ও ভালোবাসার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। আজ বড় হয়ে গেছি কিন্তু ভুলিনি শৈশবের সেই মধুর স্মৃতিময় দিনগুলি। আজও মনে পড়ে দুপুরে মা নিজ হাতে গোসল করিয়ে ভাত খাইয়ে দিত। তারপর বিলাই প্যান্ট পরিয়ে দিয়ে “ঘুম পাড়ানি মাসিপিসি” ছড়া বলে ঘুম পাড়িয়ে দিত । আবার মাঝেমধ্যে বাড়ির উপর আইসক্রিম ওয়ালা আসলে ছুটে যেতাম মায়ের কাছে। বায়না ধরতাম দুটো টাকার জন্য। টাকা না দেওয়া পর্যন্ত মায়ের আঁচল ছাড়তাম না। তারপর টাকা নিয়ে আইসক্রিম খেতাম। আরও মনে পড়ে খেলতে গিয়ে একবার পড়ে গিয়ে হাঁটু ছিলে গিয়েছিল। সেই মুহুর্তে মা আমার হাঁটুতে স্যাভলন দিয়ে পরিষ্কার করে নিজ হাতে কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিল। মায়ের কাছে কত শত ভুল করতাম। মা রাগ করে অনেক সময় মারতো। ঠিক একটু পরই রাগ কমে গেলে নিজেই আড়ালে গিয়ে কাঁদতো। আমাকে জড়িয়ে ধরে কাঁদতো। কখনো মাকে দেখিনি মুরগির রান খাইতে । সবসময় মুরগির মাংস রান্না করলে মুরগির রান টা আমিই পেতাম। কত কষ্টই না করতো মা, শুধুমাত্র তার পরিবার, ছেলেমেয়েকে ভালো রাখার জন্য। এইজন্যই হয়তো বলা হয়, মায়ের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। ছোট্ট একটি শব্দের মধ্যে পৃথিবীর সমস্ত ভালোবাসা লুকিয়ে রয়েছে। আজও চিৎকার করে বলতে ইচ্ছে হয় মা তোমাকে অনেক বেশি ভালোবাসি। ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা।