ছোট্ট রাসেল কলমে ফাহিয়া হক ইন্নি

ছোট্ট রাসেল
কলমে ফাহিয়া হক ইন্নি

শেখ রাসেল সম্পর্কে বেশিকিছু নেই জানা,
তবে কেন যেন মনে হয় এই ছোট্ট মুখখানি চির চেনা ।
অবিভক্ত পরাধীন বাংলায় জন্ম তার
এক রাষ্ট্র নায়কের ঘরে,
বড় দুইজোড় ভাইবোন তাকে নিয়েছিলো আপন করে।
মুজিবের সকল আদর ছিলো তাকে ঘিরে,
যদিও রাসেলের একা করে অনেকটা সময় ছিলেন কারাগারে।
ছোট্ট রাসেল ভাবতো তখন কারাগার -ই তার বাবার ঘর,
আব্বা তাকে ইচ্ছে করে করে রেখেছেন পর।
বাবাকে দেখলে জেলের ফটকে অপেক্ষাকৃত রাসেলের মুখে ফুটতো হাসি,
বহু কষ্টে বাবা দিতেন ফাঁকি এই হাসি মুখের রাশি ।
দীর্ঘসময় আব্বা ডেকে রাসেল হতো পাগলপাড়া ,
মা রেনু দিতেন তার আব্বা ডাকের সাড়া ।
বাংলার বিজয় নিয়ে মুজিব ঘরে
ফিরলে ,
এক মুহূর্ত রাসেলকে করে নি চোখের আড়ালে ।
আগস্টের কলঙ্কদিনে খুনিরা যখন শেখ পরিবারের সবাইকে হত্যা করে একাকার,
ছোট্ট রাসেলকেও ঘাতকের দল দেয় নি কোনো ছাড়।
সকল কল্যানময় কাজে নিষ্পাপ রাসেল ছিলো প্রাণবন্ত ,
বাংলার প্রতিটি শিশুর মাঝে রাসেল বেঁচে থাকবে অনন্ত।
– সংক্ষিপ্ত

ফাহিয়া হক ইন্নি

সংক্ষিপ্ত পরিচিতিঃ  কবি ফাহিয়া হক ইন্নি। জন্ম ১৫ই অক্টোবর ২০০৬। মাতা রাবেয়া খাতুন এবং পিতা মো.তুহিন। বর্তমান ঠিকানাঃ মেরাজনগর ,কদমতলী ,ঢাকা। বিজ্ঞান বিভাগে এসএসসি(২০২৩)পরীক্ষা দিয়েছেন।কবিতা পড়তে পছন্দ করেন।রোমান্টিক কবি হিসেবেই পরিচিত।

 

শেখ রাসেল png image 

শেখ রাসেল png

আরো পড়ুনঃ  মায়ের চিঠি কলমে মুহাম্মদ নুরুল কবির করিমী

1 thought on “ছোট্ট রাসেল কলমে ফাহিয়া হক ইন্নি”

  1. Pingback: অপূর্ণতা কলমে ফাহিয়া হক ইন্নি » Chirkute Sahitto

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *