বোনের কাছে চিঠি
প্রিয় বোন সোনালী,
আসসালামু আলাইকুম। পত্রের শুরুতে হাজারো গোলাপের শুভেচ্ছা নিস। কেমন আছিস? ছোট্ট সোনালী, সোনামণি আপুটা। আশা করি ভালোই আছিস। তোকে অনেক মিস করি। সেদিন শুনলাম বুধবার থেকে তোর স্কুলে পরীক্ষা শুরু হবে। তুই মন দিয়ে পড়াশোনা করিস। ভালোভাবে পরীক্ষা দিস। ভালো একটা রেজাল্ট করে মা-বাবার মুখ উজ্জ্বল কর।তোর জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল।
আজ আর কিছু লিখলাম না। ভালো থাকিস। আম্মা- আব্বা কে আমার সালাম দিস।নিজের এবং বাবা – মার খেয়াল রাখিস। স্কুল বন্ধ দিলে আমাদের বাড়ীতে বেড়াতে আসিস।
ইতি,
তোর বড় বোন,
খুরশীদ জাহান রুপা।