জয়টিকা
জয়িতা চট্টোপাধ্যায়
তোমার পাপের শরীর নেই
নেই পূণ্যের শরীর
কেটেকুটে রাখা শরীরে তোমার
সরক হয়, হয় গৌরব বিত্তের ঘর
তুমি ধিক্কারে ভরা নোংরা নরক থেকে
ছেঁকে তোলো সভ্যতা
শরীরের শ্লেষ্মা থেকে গড়ে তোলো শিল্প,
তোমার এই শরীরের গাছে জল দাও
বাষ্পমোচন হোক
উপসংহারে খুঁটে তোলা দুগালের জলে
বিপ্লব আনো, আনো পাহাড় ফাটানো
কোনো নবজাতক।
শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা ভারত।