জলরঙ
এস এম ইসকান্দর মীর্জা চৌধুরী
জংধরা চিঠির বাক্সটা
খোলা হয় না
চিঠি গুলো স্বাক্ষী থাকুক
স্মৃতির ভাস্বরে।
মেঠোপথের দূর্বা ঘাস
বৃষ্টি স্নাত কাদা মাটি
বাঁশ ঝাড়ের কানা বগী
শিমুল ডালের হুতোম প্যাঁচার
দৃষ্টি কটু চাহনি
মায়াময় হাসিতে ছিলো ম্লান।
টিয়ে রঙের পোশাক
পায়ের নুপুরের রিনিঝিনি শব্দ
বৈকালিক ক্লান্তি দূর
নীল কাপের সাদা দুধ
সোহাগ জড়ানো শাসন
ঘর্মাক্ত শরীরের নোনা ঘ্রান
থাকুক স্মৃতিতে অম্লান।
জলরঙের ছবিটা দেখে
নয়ন জুড়ানো সময় পার
বিবর্ণ হতে হতে হতে
তুলির সুনিপুণ আঁচড়
অ স্মৃতি হয়ে যায়।
জলরঙে আঁকা
কল্পনার ছবিটা
ভীষণ ভাবায়।।