জুম্মা মোবারক স্ট্যাটাস, কবিতা ও কিছু কথা

জুম্মা মোবারক স্ট্যাটাস, কবিতা

 

আমরা আজকের আর্টিকেলে একটি কবিতা ও একটি ক্যাপশন ও ছবি দিয়ে সারি সারি করে ধারাবাহিক ভাবে সাজিয়েছি। আশা করি আপনার ভালো লাগবে কাজে আসবে। আমাদের এখানে ভালো লাগার অনেকগুলো অপশন আছে, আপনারা খুঁজে নিবেন আপনার প্রায় যেটা। ধন্যবাদ….

 

শুক্রবার মানেই হলো গরিবের জন্য হজ্বের দিন। ~ জুম্মা মোবারক স্ট্যাটাস
শুক্রবার মানেই হলো গরিবের জন্য হজ্বের দিন।
~ জুম্মা মোবারক স্ট্যাটাস

 

জুমার নামাজ
বাসুদেব সরকার 

জুমার দিনে মসজিদ পানে 
ছুটছে মুসলমান, 
নামাজ আদায় করতে তারা 
মহান প্রভুর শান। 

মসজিদ লোকে লোকারণ্য 
এলে জুমার দিন, 
আতর সুরমা তসবি ছড়া 
মনে প্রেমের বিন। 

অন্যদিনে মসজিদ পানে 
ফিরেও না যে চায়, 
তারাও আজি জুমার নামাজ 
আদায় করতে যায়। 

প্রথম কাতার দখল করে 
দাঁড়ায় মসজিদ মাঝ,
তাদের জন্য মূল মুসল্লি
জায়গা না পায় আজ। 

জুমার নামাজ গরিবের হজ্জ 
অনেকে তা কয়, 
জুমার নামাজ আদায় করে 
পাপতাপ হবে ক্ষয়। 

শুধু জুমা পড়লেই হবে? 
সব নামাজেই চাই, 
নামাজ ছাড়া বেহেশতের মাঝ 
ঢুকার শক্তি নাই। 

◼️ বাসুদেব সরকার, পেশা: শিক্ষক
চরভৈরবী, হাইমচর, চাঁদপুর, বাংলাদেশ।

শুক্রবার মানে গুনাহের মাফ পাওয়ার দিন।আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জুম্মার দিনের উসিলায় মাফ করে দিক। আমিন। ~ জুম্মা মোবারক স্ট্যাটাস
শুক্রবার মানে গুনাহের মাফ পাওয়ার দিন।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জুম্মার দিনের উসিলায় মাফ করে দিক। আমিন।
~ জুম্মা মোবারক স্ট্যাটাস

 

 

শিরোনাম জুমাবার
কলমে উম্মি হুরায়েরা বিলু

জুমার দিনে নবীর দুরুদ
পড়ো বেশি বেশি,
সওয়াব পাবে তাতে তুমি
হতে পারো জান্নাত বাসি।

জুমার দিনে সূরা কাহফ
করলে তেলাওয়াত,
দাজ্জালের ফেতনা থেকে
পাওয়া যাবে নাজাত।

জুমার দিনের সব আমলে
বেশি ফজিলত,
ভুল ত্রুটি ক্ষমা করে প্রভু
দিও গো নাজাত।

ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার রহমত দিয়ে এমন চোখ দান করুন, যা মানুষের মধ্যে ভালো দেখতে পায়।আমাদেরকে এমন হৃদয় দান করুন, যা খারাপকে ক্ষমা করে।এমন মন দান করুন যা খারাপকে ভুলে যায় এবং এমন আত্মা যা কখনো বিশ্বাস হারায় না। আমিন।~ জুম্মা মোবারক স্ট্যাটাস, কবিতা
ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার রহমত দিয়ে এমন চোখ দান করুন, যা মানুষের মধ্যে ভালো দেখতে পায়।
আমাদেরকে এমন হৃদয় দান করুন, যা খারাপকে ক্ষমা করে।
এমন মন দান করুন যা খারাপকে ভুলে যায় এবং এমন আত্মা যা কখনো বিশ্বাস হারায় না। আমিন।
~ জুম্মা মোবারক স্ট্যাটাস, কবিতা

 

জুমার দিন
মোছাম্মৎ সীমা ইসলাম
◾জয়পুরহাট

জুমার দিনের আমলগুলো
রাখতে হবে জেনে,
জীবনযাপন করতে হবে
নবীর সুন্নাহ মেনে।

জুমার দিনে প্রিয় নবী(স)
করছে যাহা আমল,
সেখান থেকে শিক্ষা নিয়ে
করতে হবে পালন।

জুমার দিন ও রাতে বেশি
দরুদ শরীফ পড়বো,
প্রিয় নবীর সুন্নাহ মতে
নিজের জীবন গড়বো।

মসজিদ গিয়ে জামাত সহিত
নামাজ আদায় করবো,
জুমার দিনে কুরআন খুলে
সুরা কাহফ পড়বো।

আরো পড়ুনঃ  Importance of Shab-e-Barat for every people of the world 2024

জুমার দিনে বেশি করে
দোয়া যিকির করবো,
তওবা করে ক্ষমা চেয়ে
দ্বীনের পথটি ধরবো।

আজকের এই জুম্মার দিনের উপলক্ষেআল্লাহ তা’আলা যেন সকল মুসলিমের মনের নেক আশা কবুল করেন। আমিন।~ জুম্মা মোবারক স্ট্যাটাস
আজকের এই জুম্মার দিনের উপলক্ষে
আল্লাহ তা’আলা যেন সকল মুসলিমের মনের নেক আশা কবুল করেন। আমিন।
~ জুম্মা মোবারক স্ট্যাটাস

 

জুমার দিন 
কলমে আমিনুর রহমান 
◾বিশ্বনাথ, সিলেট, বাংলাদেশ 

সপ্তাহ ঘুরে এলো এবার মোদের খুশির দিন, 
একটু আগে আযান দিলেন মসজিদে মুয়াজ্জিন। 

পূতপবিত্র হয়ে সবাই ছুটছে মসজিদ পানে, 
কেওবা নতুন জামা পড়ে, মুসল্লাও সাথে আনে। 

আতর-সুগন্ধি মেখে সবাই হয়ে যায় ঘ্রান যুক্ত, 
জুমার দিনে বিধিব্যস্ততা থেকে নিজেকে রাখে মুক্ত। 

ইমাম সাহেব মিম্বরে বসে বলছেন কুরআনের কথা, 
এটাও কেউ হজম না করে শুরু হয় তার মাথা ব্যাথা। 

এই দিন বড় ফজিলতওয়ালা পড়ি মোরা সাল্লিয়ালা, 
নবীর তরে পাঠাই দুরুদ যিনি কমলিওয়ালা।  

শেষ প্রহরে মিনতির সুরে যে করবে দু’আ, 
শুনছেন সবি মাওলা যিনি সামি’য়ুদ দু’আ।

পৃথিবী নিয়ে খুব বেশি চিন্তা করলে,জীবন অন্ধকারে নিমজ্জিত হয়।
পরকাল নিয়ে চিন্তা করলে, জীবন আলোকিত হয়।
তাই আমাদের উচিত পরকাল নিয়ে ভাবে ও সচেতন থাকা।
~ জুম্মা মোবারক স্ট্যাটাস
পৃথিবী নিয়ে খুব বেশি চিন্তা করলে,
জীবন অন্ধকারে নিমজ্জিত হয়।
পরকাল নিয়ে চিন্তা করলে, জীবন আলোকিত হয়।
তাই আমাদের উচিত পরকাল নিয়ে ভাবে ও সচেতন থাকা।
~ জুম্মা মোবারক স্ট্যাটাস

 

জুমার নামাজ 
মুহাম্মদ মুকুল মিয়া 

শুক্রবারের জুমার নামাজ 
হয়না তার-ই তুল্য,
এই নামাজের খোদার কাছে 
আছে অনেক মুল্য।

আজান শুনে কাজ ফেলে 
মসজিদে যে যায়,
মহান রবের কাছ থেকে সে
অনেক সওয়ার  পায়।

আতর-খোশবি মেখে আমি
সেথায় ছুটে যাই, 
আল্লাহপাকের কাছে আমি
তাইতো ক্ষমা  চাই

বয়ান শুনি খুতবা শুনি
নামাজ পড়ি আমি, 
এই নামাজই আমার কাছে
অনেক অনেক  দামি।

আমি গুনাগার আল্লাহ- 
ক্ষমা করে দিও, 
হাসর দিনে আল্লাহ তুমি
মাফ করে নিও।

◾কাফাটিয়া, লেমুবাড়ি, মানিকগঞ্জ। 

পবিত্র কুরআনের হরফ গুলো হতে পারে কালো,,তবে তার ভেতরেই লুকিয়ে আছে হেদায়েতের আলো।~ জুম্মা মোবারক স্ট্যাটাস
পবিত্র কুরআনের হরফ গুলো হতে পারে কালো,,
তবে তার ভেতরেই লুকিয়ে আছে হেদায়েতের আলো।
~ জুম্মা মোবারক স্ট্যাটাস

 

শ্রেষ্ঠ দিন
আবদুল্লাহ আল খায়ের

রহমতেরই ডানা বেয়ে এলো জুমার শ্রেষ্ঠ দিন
প্রাণে প্রাণে আজ আনন্দ-সুর প্রভূপ্রেম সীমাহীন।
নতুন পোশাকে নতুন আশাতে সব ভেদাভেদ ভুলে
ক্ষমা প্রত্যাশী বান্দার দিল উঠে অবিরাম দোলে।
মমতা মাখানো জুমার খোতবা হৃদয়ের কানে শোনে
উর্বর হয় বুকের জমিন আমলের বীজ বুনে।
শুনেছে বয়ান চিনেছে ঈমান বুঝেছে মুমিন কী যে
করেছে তওবা ছেড়েছে গোনাহ প্রভূর রহমে ভিজে।
বদ্ধ মনের খুলেছে দোয়ার উ‌ঠে‌ছে বিবেক জেগে
নফসের গায়ে লেগেছে আগুন গে‌ছে শয়তান ভেগে।
নিয়েছে শপথ শিখবে ধর্ম পড়বে নামাজ রোজ
মেনে যাবে দীন হালাল-হারাম নেবে গরিবের খোঁজ।
বুঝেছে- কোরআন জীবনে সমাজে রাষ্ট্রে বিশ্বে পারে
বিপ্লব এনে শান্তি ফেরাতে মানবতা উদ্ধারে।

আরো পড়ুনঃ  বাংলা কনটেন্ট দিয়ে কেমন ইনকাম হয় 2023

 

নামাজই সকল সমস্যার সমাধান।নামাজ আমাদের সকল রোগের প্রধান ওষুধ।
তাই নিজে নামাজ পড়ুন এবং অন্যকে পড়ার জন্য তাগিদ দিন। ~ জুম্মা মোবারক স্ট্যাটাস
নামাজই সকল সমস্যার সমাধান।
নামাজ আমাদের সকল রোগের প্রধান ওষুধ।
তাই নিজে নামাজ পড়ুন এবং অন্যকে পড়ার জন্য তাগিদ দিন। 
~ জুম্মা মোবারক স্ট্যাটাস

 

জুমার দিন
মুহাম্মাদ রাকিবুল ইসলাম

ছয়দিনের শ্রেষ্ঠ দিন জুমার দিন,
খুশিতে আত্মহারা হয় মুমিন।
পরিপাটি হয়ে মসজিদে যাই
ইবাদতে চলো সবে দিন কাটাই।

কেনা-বেচা সকল কর্ম ছাড়ি
রবের ডাকে আয় তাড়াতাড়ি!
খায়ের আছে আছে জুমার দিনে
দুরুদ দিয়ে মুমিন-হৃদয় জাল বুনে।

রব মোদের করেছেন দান
জুমার দিনে আছে কল্যাণ।
হাদিসে কন দুজাহানের সারোয়ার
জুমার দিন ছয়দিনের সরদার।

কত ফজিলত জুমার দিনে
শেষ করা যাবে না গুণে!
জুমার দিনের যত নেয়ামত
এই দিনই হবে কেয়ামত।

 

জুমার দিন হলো সপ্তাহের অন্যতম পবিত্র দিন।
এই দিনে আপনি যখন জুমু’আর সালাতের জন্য মসজিদের দিকে হাঁটবেন,,
তখন প্রতিটি পদক্ষেপে ১ বছর নফল রোজা রাখার সওয়াব পেতে পারেন।

জুমার দিন
লেখক: মাহী সুলতানা রুমা

সবার কাছে সাপ্তাহ ঘুরে,
এলো একটি জুমা ….

দুপুর বেলায় সবাই যাবে
মসজিদের ই সীমা..!

পডবে নামাজ, পাবে আনন্দ
ঈদের মতো সেই দিন
আজকে জুমার দিন..!

পাবে না কোন দিন
শেষ্ঠ সেই দিন
আজকে জুমার দিন

ঈদের মতো আনন্দ ..
শীতল হাওয়ার ছন্দ ,
আজানের ফুলের গন্ধ
আজকের দিনটা মন্দ ।

মনের ভিতর ক্লান্তি
দূর হয় যতো অশান্তি
নামাজে আসে শান্তি
দূর হয় শতো ক্লান্তি ..

জুমার দিনের মতো
একটি শেষ্ঠ দিন
পাবো না কোন দিন
আজকে জুমার দিন

জুমা মোবারক

 

নিশ্চয়ই শুক্রবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন।

মহান আল্লাহ তায়ালা এই শ্রেষ্ঠ জুমার দিনের উছিলায়, আমাদের সকলকে মাফ করে দিক। আমিন।

 

আজ জুমাবার
আবু হুরায়রা

ঘুম থেকে জেগেছি আমি
ফজরের ঐ মধুর আজানে,
নামাজ শেষে হাটছি আমি
মৃদু হাওয়ায় আপন মনে।

হঠাৎ মনে হলো আমার
শনি,রবি নয় আজ,
সাপ্তাহের শ্রেষ্ঠ দিন
শুক্র বার জুমাবার।

লিপ্ত হলাম প্রস্তুতিতে
জুমার নামাজ আদায়ের,
সিজদাহ্ দিব রবের চরণে
পরম দয়ালু মোদের।

আরো পড়ুনঃ  31+ বই পড়া ও বই নিয়ে ক্যাপশন | Best Bengali captions about reading books and books

দুআয় মশগুল হবো আমি
মাগরিবের ঐ ওয়াক্তে,
মনের যতাশা চাইবো আমি
শুধু তারি সমিপে।
কবুল করবেন দুআ তিনি
আজ বরকতময় জুমাবারে।

 

সপ্তাহের ৭ দিনের মধ্যে সবচেয়ে পবিত্রতম ১টি দিন হলো শুক্রবার।

এই দিনে, আসরের সালাতের পর কিংবা দুই খুৎবার মাঝখানের নেক দোয়া আল্লাহ তা’আলা কবুল করে নেন।

(আলহামদুলিল্লাহ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *