ফেসবুকের মাধ্যমে টাকা ছাড়া ব্যবসা করার ১ টি চমৎকার টেকনিক

অলস মানুষের জন্য এই দুনিয়াটা শুধু চিন্তা ভাবনা জগত। তাঁরা শুয়ে থেকে ইনকাম করতে চাই। কে চাই নাহ্? আমিও চাই। সবাই চাই ঘরে বসে ইনকাম করতে। কিন্তু এটা কি আদোও সম্ভব? হু, অবশ্যই সম্ভব। আজকে আমরা টাকা ছাড়া ব্যবসা করার ১ টি ধারণা নিবো। যেগুলো আমরা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজের চাহিদা মিটাতে পাবো পাশাপাশি স্বনির্ভর বা আত্মনির্ভরশীল হতে পাবো। বর্তমান সময়ে চাকরি পাওয়া খুব কঠিন হয়েছে গেছে। দিন দিন বেকারের সংখ্যা ও বাড়ছে। কিন্তু কেন? সবাই মান সম্মানের দিক বিবেচনা করে আজকে ব্যবসা করতে কিংবা উদ্যোগতা হতে সংকোচ বোধ করছে।

বাস্তবতা, খুব কঠিন। আপনি ব্যার্থ হবেন! সবাই আপনাকে দেখে হাসাহাসি করবে অন্য দিকে যদি সফল হন তাহলে সবাই হিংসা করবে। আপনি আসলে সব দিক থেকেই সমালোচিত হবেন। সুতরাং, মানুষের কথায় নিজেকে প্রভাবিত না করে এগিয়ে যান। জীবন হার-জিত হবেই৷ আমাদের জীবন গুলো এমনি। কেউ ভাতের জন্য কাজ করে আবার কেউ স্বপ্ন পূরণে ব্যস্ত। এগুলো মোটিভেশনাল কিছু কথা ছিলো। আজকে মূল টপিস নিয়ে এখন আলোচনা করবো। আমরা কিভাবে টাকা ছাড়া ব্যবসা করা সম্ভব।

 

রি-সেলার

এই ব্যবসাটি আপনি ঘরে বসে ফেসবুক চালাতে চালাতে করতে পারবেন। এটা জেনে হয়তো আপনি অবাক হবেন! কিন্তু এটাই বাস্তবতা। কিছু মানুষ এইভাবেই প্রতিমাসে ঘরে বসে কিংবা শুয়ে থেকে ইনকাম করছে প্রতি মাসে ৫ থেকে ৫০ হাজার টাকার মতো। দুনিয়াতে ভাই, পরিশ্রম ছাড়া কোন কিছুতে সফল হওয়া সম্ভব না।

টাকা ছাড়া ব্যবসা

টাকা ছাড়া ব্যবসা

প্রতিটি সফল মানুষের পিছনের রয়েছে নিরলস পরিশ্রম। যা আমরা কখনো কল্পনার করি না। আমরা খুব সহজেই বলি কপাল, তাক লেগেছে, ওর ভাগ্য ভালো। এগুলো কথা আসলে নিজে সান্ত্বনা দেওয়ার জন্য। মূল কথা হচ্ছে তার পিছনে অক্লান্ত পরিশ্রম। যা আমরা কেউ মেনে নিতে চাই না। তাছাড়া ভাই বা বোন, কোন প্রকার পুজি না খাটিয়ে আপনি ইনকাম করতে চাচ্ছেন? আপনাকে তো সময় দিতেই হবে। আপনাকে আসক্ত হয়ে যেতে হবে। মানুষ বলবে আপনি পাগল হয়ে গেছেন। তবে, হ্যাঁ একবার সফলতার ছোঁয়া পেলে আপনি ও নিজেকে মনে করবেন আমার কপাল চলছে বা ভাগ্য ভালো৷ কারণ, তার ভিরতে রয়েছে কঠোর পরিশ্রম।

আরো পড়ুনঃ  ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি কলমে বখতিয়ার উদ্দিন

রিসেলার কি?

রিসেলার হচ্ছে ব্যবসার সহোযোগিতা। একজন ইনভেস্ট করা মালিকের পণ্য আপনার মাধ্যমে প্রচার করা বা বিক্রি করা। বিক্রি পূর্বে অবশ্য কমিশনের কথা ফাইনাল করতে হবে। পণ্য সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। এতে করে আপনি মানুষের মাঝে পরিচিত হলে, আপনার দেওয়া পণ্য ভালো হলে মানুষ তা আপনার মধ্যেমে কিনবে।

ইনকাম কেমন

এই ব্যবসার লাভের পরিমাণ যেমন হয়, আপনি ১০০ টাকার পণ্য সেল করলে সেখানে ১০ টাকা বা ৭ টাকা কমিশন পেতে পারবেন। আবার ১০০০ টাকার পণ্য সেল দিয়ে ১০০/৭০ টাকা নরমালি ইনকাম করা সম্ভব। শুরুর দিকে সেল কম হবে৷ তবে আপনি ২/৩ মাস নিয়মিত কাজ করলে নরমালি ১০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। এই ধরনের ব্যবসায় কোন প্রকার ঝুকি নেই।

আপনি নিশ্চিতে ব্যবসাটি করতে পারেন। মন চাইলে করলেন না চাইলে বা দিলেন। তবে, আপনি এভাবে শুরু করলে পরবর্তীতে কিছু টাকা ইনকাম করে টাকা ইনবভেষ্ট করে ব্যবসা চালু করতে পারেন। টাকা ছাড়া ব্যবসা করার জন্য এটি একটি পারফেক্ট টেকনিক।

 

ব্যবসা শুরু পদ্ধতি

ব্যবসাটি শুরু করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে বিভিন্ন কেনা বেচার গ্রুপে জয়েন হতে হবে৷ জয়েন হওয়ার পরে আপনাকে মালিক পক্ষে সাথে যোগাযোগ করতে হবে অথবা আপনি চাইলে সরাসরি রিসেলার দিয়ে সার্চ দিলে কাঙ্ক্ষিত গ্রুপ গুলো পেয়ে যাবেন। সেখানে অনেক সেলার পেয়ে যাবেন। যারা রিসেলার খুঁজতেছে।

তখন আপনার পছন্দের পণ্য আপনি খুব সহজে খুঁজে পেতে পারেন। রিসেলার হিসেবে জয়েন হয়ে গেলে আপনি কেনা-বেচার গ্রুপ গুলোতে পণ্যের রিভিউ দিবেন এতে আপনার ক্ষেত্রে মার্কেটিং সহজ হয়ে যাবে। আপনার পণ্যের উপর ভিত্তি করে আপনি ফেসবুকে সেই পণ্য বিক্রির প্লাটফর্ম খুঁজে নিবেন।

 

যেসব পণ্য নিয়ে কাজ করবেন

কিছু পণ্য আছে, যেগুলো নিয়ে কাজ করলে অল্প সময়ের মধ্যে নিজেকে সমৃদ্ধ করা সম্ভব। যেগুলো পণ্যের কিছু বৈশিষ্ট্য নিম্ন উল্লেখ্য করা হলো

  1. পণ্যর চাহিদা খুব
  2. অফলাইনে পাওয়া যায় না এমন
  3. পণ্যের দাম ৫০০ টাকার উপরে ২০০০ এর নিচে
  4. সংরক্ষণ করা যায় এমন পণ্য
  5. খুব শখের জিনিস
  6. কোয়ালিটি বিবেচনা করতে হবে (উন্নত মানের হতে হবে)
আরো পড়ুনঃ  ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি কলমে বখতিয়ার উদ্দিন

উপরের উল্লেখিত নিয়ম গুলো মেনে চললে আপনি ফেসবুকের মাধ্যমে ঘরে বসে কোন প্রকার টাকা ছাড়া ব্যবসা করতে পারবেন। খুব সহজেই আপনার লক্ষ্যে পৌছানোর জন্য নিয়ম গুলো ফলো করুন।

 

যেসব পণ্য নিয়ে কাজ করবেন না

এমনো অনেক পণ্য রয়েছে, যেগুলো নিয়ে কাজ করলে আপনি বিপদ গ্রস্ত হতে পারেন। এমন সব পণ্য নিয়ে কাজ করা ঠিক হবে না। আমরা উল্লেখিত পণ্য গুলোর সাধারণ কিছু বৈশিষ্ট্য উল্লেখ্য করবো। যেগুলো হচ্ছে,

  • খুব বেশি মূল্যের পণ্য
  • খুব কম মূল্যের পণ্য
  • ভেঙ্গে যাওয়ার ভয় আছে
  • খাদ্য জাতীয় বা নষ্ট হয়ে যাওয়ার মতো

উল্লেখিত বৈশিষ্ট্য যুক্ত পণ্য গুলো এড়িয়ে চলুন। এগুলো নিয়ে কাজ করলে আপনি সমস্যা সম্মুখীন হতে পারেন।

টাকা ছাড়া ব্যবসা

মন্তব্য

উল্লেখিত তথ্য গুলো উপস্থাপন করছি সহযোগিতা করার জন্য। এক সময় আমি নিজেও এসব কাজ করেছি। যদিও আমি তেমন ভাবে সফল হইনি তবে, আমার দেখা অনেকেই সফল হয়েছে এবং তারা এখনো এই প্লাটফর্মে ব্যবসা করে যাচ্ছে। আপনি কাজ করুন, সময় দিন সফল হবে ইন শা আল্লাহ।

নিজের উপর বিশ্বাস রাখুন, সময়টা প্রতিযোগিতার। আমাদের জন্মটা প্রতিযোগিতার মধ্যেই শুরু শেষটাও তেমনি হবে৷ আশা করি আজকের আর্টিকেল এ আমি আপনাদের বুঝতে পেরেছি আমরা কিভাবে ফেসবুকের মাধ্যমে টাকা ছাড়া ব্যবসা করা সম্ভব। যা আপনি ঘরে বসেই পরিচালনা করতে পারবে।

সামান্য পরিমানে উপকার হলে কমেন্ট করে জানবেন, এতে আমরা আরো এই সম্পর্কিত আর্টিকেল প্রকাশ করতে পারবো। কারণ এই ব্লগটি জনসাধারণের কল্যাণের জন্য তৈরি করা। সাথে থাকুন চিরকুটের

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *