ডায়েরি আমার কলমে ইশা ছিদ্দিকা ববী

কবি পরিচিতিঃ– ইশা ছিদ্দিকা ববী জন্ম ১ডিসেম্বর ২০০৩।জন্মস্থান : পশ্চিম শাকপুরা বোয়ালখালীর, চট্টগ্রাম বতর্মানে স্যার আশুতোষ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছি।

ডায়েরি আমার
ইশা ছিদ্দিকা ববী

ডায়েরি আমার,
ভালোবাসার নিত্য দিনের সঙ্গী সে,
কেটে যাওয়া সময়ের স্মৃতির শহর।
প্রতিটি পাতা এক একটি অধ্যায় জীবনের,
একটু হাসি, একটু ভালোলাগা সাথে একমুঠো তীক্ত স্মৃতি।
ডায়েরি আমার,
নিত্যদিনের সুখে-দুঃখের পাশে থাকার বন্ধু,
যে জানে কতখানি অভিমান আমার শহর জুড়ে।
কত তৃক্ত স্মৃতি লুকানো আজও হৃদয়ের গহিনে,
কত প্রিয়জন ছেড়ে চলে গেছে বহুদূরে।
ডায়েরি আমার,
যার কাছে বলে ফেলা যায় না জানা মন খারাপের কারণ।
স্মৃতি, স্মৃতি শুধু স্মৃতি এই ডায়েরি।
প্রতিটি পাতা মনে করিয়ে দেয় জীবনের বিশেষ দিনগুলি।
কার কাছ থেকে পেয়েছি ভালোবাসা, কার কাছে লাঞ্ছনা।
ডায়েরি আমার,
রকমারি কালিতে রাঙা,
একটু হাসি,একটু কান্না সাথে রাগে ভরপুর,
কিছুটা চাপা অভিমানের ছায়ার আছে চাপ,
বিষণ্ণতা ও কখনো কখনো উঁকি দেয়।
ডায়েরি আমার,
একটু বেশিয় ভালোবাসার,
যার সাথে ব্ন্ধুত্বটা একটু বেশিয় গভির।
যার কাছে অভিযোগের চিঠি এখন অভিমানের পাহাড়।
ডায়েরি আমার,
দু-লাইন কবিতার সমাহার,
একটু খামখেয়ালি বাহারি চিঠি,
রঙবেরঙ্গের ছড়াছড়ি।
ডায়েরি আমার,
আনন্দময় মূহুত করে পাতায় বন্ধি।
কোন পাতা আনন্দের স্মৃতি,
কোন পাতা কান্নার ঝর্ণা
ডায়েরি আমার,
ভালোলাগে ভরিয়ে দিতে কালিতে তোমায়।
ভালোবাসি তোমার প্রতিটি পাতা,
ভালোবাসি পাতার বাজে লুকিয়ে থাকা কালি গুলো।
তুমি তো পরম বন্ধু আমার,
সুখে-দুঃখের স্মৃতি তাইতো ভালোবাসি তোমায়।
ভালোবাসি ডায়েরি আমার।

 

আরো পড়ুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  মায়ের খুনি | কবি উম্মি হুরায়েরা বিলু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *