ডিজিটাল পর্দা | কবি উম্মি হুরায়েরা বিলু

ডিজিটাল পর্দা
উম্মি হুরায়েরা বিলু

পর্দা করে বোন তুমি দেও
ফেইসবুকেতে পিক্,
এই পর্দাকে জানাই আমি
শত কোটি ধিক্।

এসব পর্দা ছেড়ে তুমি
আসল পর্দা করো,
লোক দেখানো ইসলাম ছেড়ে
আসল ইসলাম ধরো।

প্রোফাইলে যায় না ঢোকা
পিকের ছড়াছড়ি,
দু’বান্ধবী তুলছো সেলফি
করে জড়াজড়ি।

কুরআন হাদিস ক্যাপশনেতে
নিচে তোমার পিক্,
এসব দেখলে ইচ্ছে করে
মারতে ধরে কিক্।

দ্বীনি বোনরা লজ্জা পাচ্ছে
তোমাদেরই লাগি,
পাপটা এখনো করি আমরা
করে ভাগাভাগি।

এসব পর্দা ছাড়ো রে বোন
ধরো দ্বীনের পথ,
ইসলাম মানবো সঠিক ভাবে
আসো করি শপথ।

পর্দা তোমার রক্ষা কবজ
পর্দা নারী সব,
পর্দা করতে হুকুম দিলেন
স্বয়ং মহান রব।

আরো পড়ুনঃ  জীবন্ত লাশ কলমে মোঃ ইমরান হোসাইন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *