তবু ভালোবাসি
মারজিয়া শাহনাজ জেসি
তোমার কাছে যেতেই যদি
দূরত্ব বাড়িয়ে চলে যাও,
অভিমান আর অভিযোগে দূরে সরে যাও,
তবুও বুক ভর্তি আর্তনাদ নিয়ে বলবো ভালোবাসি।
কখনো যদি মৃতের মতো যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখো
স্বপ্নগুলো গুড়িয়ে দিয়ে নিঃশব্দে চলে যাও,
আমার দিকে তাকাতেই যদি,
ক্রমাগত ঝাপসা হয়ে আসে মুখ,
তবু বিষাদ ভরা কন্ঠে বলবো ভালোবাসি।
স্নিগ্ধ অভ্যর্থনার বদৌলতে যদি,
ফিরিয়ে দাও হৃদয়হীন মরু উদ্যান
ধূলোয় মোড়া কংক্রিটের শহরে
খুঁজে না পাও সুখের সন্ধ্যান
তবু শত ব্যাস্ততার সম্মুখে দাড়িয়ে
তীব্র চরম একাকিত্বেও বলবো ভালোবাসি।
তোমার কাছে যেতেই যদি
নিশ্চুপ অভিমানের পর্দা ঠেলে,
দূরে সরে যাও পরম আনন্দে,
তবু বেমানান সঙ্গাহীন অনুভূতিগুলো
বুকে টেনে নিয়ে বলবো ভালোবাসি
ভীষন ভীষন ভালোবাসি।