তরুণ কবি ও লেখক তারিক ইসলাম

তরুণ কবি ও লেখক তারিক ইসলাম

 

তরুণ কবি ও লেখকদের মধ্যে তারিক ইসলাম অন্যতম। আমাদের এই ব্লগে আপনি তারিক ইসলামের জীবনী ও সংক্ষিপ্ত পরিচিতি ও তাঁর প্রকাশিত বইগুলো সহ সাহিত্য জাগতে তাঁর সকল আবদান সম্পর্কে জানতে পারবেন।

 

সংক্ষিপ্ত পরিচিতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামে তারিক ইসলামের জন্ম। এক উচ্ছল তরুণ। প্রচলিত শিক্ষার পথে পা ফেলে চলছেন। পিতা- মোঃ জামসেদ আলী ও মাতা- মমতাজ বেগম। দু-ভাইবোনের মধ্য বিত্ত পরিবারে বেড়ে ওঠা।

 

শিক্ষা জীবন

তরুণ কবি ও লেখক তারিক ইসলাম অনার্স, ২য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান বিভাগে, সাতক্ষীরা সরকারি কলেজ পড়াশোনা করতেছেন (২০২৩)।  

 

সাংগঠনিক জীবন

কবি ও লেখক তারিক ইসলাম সাংগঠনিক যেকোন কার্যক্রমে বেশ সক্রিয় হিসেবে ভূমিকা রাখছেন।  তিনি বর্তমানে প্র‍চার সম্পাদক, প্র‍থম আলো বন্ধুসভা, সাতক্ষীরা। তা ছাড়া, The Editors, Cumpass Correspondent. প্র‍চার সম্পাদক,সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউটগ্র‍ুপ। সদস্য, জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরা। সদস্য, জেলা সাংবাদিক পরিষদ সাতক্ষীরা। অফিস ও প্র‍কাশনা সম্পাদক, কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ, সাতক্ষীরা শাখা। প্র‍চার ও প্র‍কাশনা সম্পাদক, পরিবেশক্লাব বাংলাদেশ, সাতক্ষীরা শাখা।

আরো পড়ুনঃ জনপ্রিয় লেখক আরিফ আজাদের পরিচিতি ও জীবনী

সাহিত্যের জগতে প্রবেশ

জগৎ ও জীবনকে অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখার আবল্য স্পৃহা তাকে লেখক হওয়ার স্বপ্ন দেখায়। জীবন, পরিবেশ, সংগ্রাম, ব্যর্থতা ও সফলতার দিকে সে তাকিয়ে থাকে নিরন্তর। বই, ব্যক্তি, অনুভব আর যাপিত জীবন থেকে সে তিল তিল করে সংগ্রহ করে তার বইয়ের উপাদেয় উপকরণ। সাহিত্যের এই বন্ধুর পথে কবিতা দিয়ে পথ চলা শুরু। সময়ের আবর্তে তাতে যুক্ত হয়েছে অনুগল্প, নিবন্ধ ও অন্যান্য জীবনবোধের রচনা। তার আগ্রহের বিষয় : দর্শন, বিজ্ঞান, ধর্ম ও সাহিত্য।

 

প্রকাশিত বই

ইতিমধ্যেই প্র‍কাশিত বই সংখ্যা :  চারটি।
আত্নউন্নয়ন মূলক:
১. দৃষ্টিভঙ্গি : ইতিবাচক চিন্তা- চেতনা।
২. চিন্তাধারা বদলান জীবন বদলে যাবে।
কৃষি বিষয়ক:
১. আধুনিক পদ্ধতিতে মৌমাছি পালন।
২. পুকুরে মুক্তা চাষ।

আরো পড়ুনঃ  ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করছেন স্বপ্নবাজ তরুণ সাখাওয়াত হোসেন আদনান

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *