তুমি আমার জীবনে
সুরভী আক্তার দোলন
“তোমার দেওয়া প্রথম উপহার, রাখবো যতন করে….
ডায়রি দেখলে তোমার কথা হঠাৎ পড়বে মনে..
তখন হয়তো বন্ধু তুমি থাকবে অনেক দূরে”।
“তখন হয়তো তোমার কাছে থাকবে না মোর খোঁজ…
থাকবো আমরা দুজন দুজনার কাছে নিখোঁজ”।
দোয়া করব তোমার জন্য, থেকো তুমি সুখে..
তোমার কথা পড়বে মনে হুটহাট করে।
বন্ধু হিসেবে থাকতে চাই আমি তোমার জীবনে…
বন্ধু তুমি বলো আমায়, তোমায় ভুলি আমি কেমনে?
বাল্যকালের শ্রেষ্ঠ বন্ধু তুমি আমার জীবনে…
আরো পড়ুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য